
জয়দেবপুর রেলজংশন : দারোগা দাদন মিয়ার ছত্রছায়ায় চলছে চুরি ও ছিনতাই
স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের জয়দেবপুর রেলওয়ের নিরাপত্তা বিভাগের ইনচার্জ এএসআই দাদন মিয়ার ছত্রছায়ায় চলছে চুরি ছিনতাই পকেটমার। অন্য জায়গা থেকে ছেড়ে আসা ট্রেন জয়দেবপুর রেল জংশনে এসে দাড়াঁয় আর শুরু হয় পকেটমারদের কার্যক্রম। একটি পকেটমার ধরা পড়লেই চলে আসে এএসআই দাদন মিয়া। চড়থাপ্পর মেরে নিয়ে যায় তার অফিস কক্ষে তারপর চলে ভাগবাটোয়ারার কাজ। নাম প্রকাশে…