
গরিবের দল নয় বিজেপি: রাহুল
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ‘বিজেপি ব্যবসায়ী, শিল্পপতিসহ বড়লোকের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে। তারা গরিবের উন্নতি চায় না। তাদের লক্ষ্য গরিব উচ্ছেদ’- ভারতের রাজস্থানে চিত্রগড়ের এক নির্বাচনী সভায় এভাবেই বলেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। বিজেপিকে আক্রমণের লক্ষ্য বানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে বিজেপির পার্থক্য হলো, আমরা দেশটাকে বড়লোক থেকে শুরু করে গরিব-দলিত সবার মনে করি।…