
পুলিসের বিরুদ্ধে দেহ পাচারের অভিযোগ
বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পুলিসের বিরুদ্ধে দেহ পাচারের অভিযোগমালদার বৈষ্ণবনগরের পুলিসের বিরুদ্ধে দেহ পাচারের অভিযোগ উঠল। শনিবার পাঞ্চুটোলা গ্রামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে একটি বিস্ফোরণ হয়। গ্রামবাসীদের দাবি, পুলিসকে তাঁরা তিনজনের দেহ তুলতে দেখেছেন। পুলিসের বক্তব্য, বিস্ফোরণের হত একজন। পাঞ্চুটোলা গ্রামে শনিবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল কর্মী আনসার শেখের বাড়িতে বিস্ফোরণের শব্দ পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা।…