
দ্রগবার গোলে বিশ্বকাপের পথে আইভারি কোস্ট
স্পোর্টস ডেস্ক ॥ অধিনায়ক দিদিয়ের দ্রগবার দারুণ নৈপুণ্যে আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে এক পা দিয়ে ফেলেছে আফ্রিকা অঞ্চলের আইভোরি কোস্ট। প্লে-অফ ম্যচের প্রথম লেগের খেলায় শনিবার তারা অনায়াসে ৩-১ গোলে হারিয়েছে সেনেগালকে। ১৯শে নভেম্বর সেনেগালের মাটিতে ফিরতি লেগের খেলা শেষে মোট গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই ২০১৪ সালের বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে। আইভোরি কোস্ট…