
সাইবার যুদ্ধে বাংলাদেশ ভারতকে আক্রমণ!
মোঃ এলাহান উদ্দিন ॥ ফেলানী হত্যার প্রতিশোধ নিতে গত রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশের হ্যাকাররা ভারতকে আক্রমণ শুরু করেছে। এ পর্যন্ত আড়াই হাজার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। টার্গেট তাদের ৫০ হাজার বলে জানান হ্যাকাররা। এখন অনলাইনে যুদ্ধ চলছে দু’দেশের হ্যাকারদের মধ্যে। আতঙ্কে আছে দু’দেশের ওয়েবসাইটের মালিকগণ। কবে কখন যে কার ওয়েবসাইট আক্রমণের শিকার হয় তা…