
পাল্টেছে দখলদার, বদলে গেছে গডফাদার
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সর্ববৃহৎ বস্তি কড়াইলের গ্যাস-পানি-বিদ্যুৎ চুরির মহোৎসব নিয়ে তোলপাড় চলছে, কিন্তু অপরাধ তৎপরতা কমেনি মোটেও। রাষ্ট্রীয় সম্পদের অবাধ লুটপাটও চলছে পাল্লা দিয়েই। সেখানে শুধু পাল্টে গেছে দখলদার, বদলে গেছে গডফাদার। গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার পানির চোরাই সংযোগ দেওয়া আর বিচ্ছিন্ন করা নিয়ে চলছে ইঁদুর-বিড়ালের খেলা। ডেসার অভিযানকারী টিম সদস্যরা প্রায় প্রতিদিনই চোরাই বিদ্যুৎ…