
বার্সার গোল উৎসবে মেসির জোড়া গোল
স্পোর্টস ডেস্ক ॥ লিওনেল মেসি ও পেদ্রোর জোড়া গোলে লেভান্তেকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নতুন মওসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। কাতালানদের নতুন কোচ আর্জেন্টাইন জেরার্ডো ‘টাটা’ মার্টিনোর লা-লিগা অভিষেকটাও হল স্বপ্নের মতো। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে মেসির বার্সেলোনা ৭-০ গোলে হারিয়ে গুড়িয়ে দিয়েছে লেভান্তেকে। বার্সার নতুন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছাড়াই প্রথমার্ধে মাঠে…