
জেনিফার লোপেজে ২৫০০তম তারকা
নিজের নামে একটি তারা পেলেন জেনিফার লোপেজ। মালিকানা দেওয়া হয়নি তাঁকে। হলিউড ওয়াক অব ফেমে জায়গা পেয়েছেন তিনি। ২৫০০ তম তারাকা হয়েছেন জেনিফার লোপেজ। ‘ব্রনক্স থেকে হলিউড বুলেভার্ডে আমার আসার এই যাত্রাপথ ভালোবাসা আর পরিবার ও বন্ধুদের সহযোগিতায় গড়া। এটা একটা বিশেষ মুহূর্ত। আমাকে আরও পরিশ্রম করার প্রেরণা দেবে এটি।’ বলেছেন জেনিফার লোপেজ। চলচ্চিত্র, টেলিভিশন,…