বিড়াল যখন মেয়র!
আন্তর্জাতিক ডেস্ক ঢাকা: তার নাম মরিস। সে একজন বিড়াল। সাদা কালোর মিশেল কমলা চোখের এই বিড়ালটি মেক্সিকোর আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থি হয়েছে।তার নির্বাচনী শ্লোগান হচ্ছে, ‘ইঁদুরদের ভোট দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাহলে বিড়ালকে ভোট দিন।’ মেক্সিকোর বাসিন্দারা রাজনীতিবিদদের ইঁদুর বলে গালি দিয়ে থাকেন। আর তাদের ওপর তিতি বিরক্ত হয়েই মরিসকে প্রার্থী করা হয়েছে। মরিসের…