
আমি স্বামীর অনুমতিতেই পরকীয়া করি, আর মানুষের কাছে….
অনলাইন ডেস্ক ॥ আমি স্বামীর অনুমতিতেই- আমিনুল ইসলাম তপু ওরফে ইমন ও শারমিন নুসরাত প্রভা ওরফে ওয়ালী চৌধুরী। দু’জন স্বামী-স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশ পরিচিতি। সুখী পরিবার হিসেবেই জানেন পরিচিতজনরা। কিন্তু তপুর সঙ্গে একাধিক সুন্দরীর সম্পর্ক। প্রভা শুধু বিষয়টি জানেন, তা নয়। সহযোগিতাও করেন স্বামীর পরকীয়া প্রেমে। একইভাবে স্ত্রী প্রভাকে সহযোগিতা করেন তপু। এক…