শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মল্লিকার স্বামী বিজয় সিং!

মল্লিকার স্বামী বিজয় সিং!

শেয়ার করুন

ডবনোদন ডেস্ক ॥ সম্প্রতি রিয়েলিটি শো ‘মেয়ে খায়ালো কি মল্লিকা : দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া’তে ২৯ জন প্রতিযোগীকে হটিয়ে মল্লিকা শেরাওয়াতের স্বামী নির্বাচিত হলেন বিজয় সিং।

বিজয়ের বাড়ি ভারতের হিমাচলে। তিনি পেশায় একজন মডেল। শোতে তাজমহলের সামনে মল্লিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিজয়। আর এতেই নাকি মন গলে গেছে মল্লিকার।

এই বিজয় সিং সেই ব্যক্তি যার সঙ্গে শোতে অন্তরঙ্গ সময় কাটিয়ে ছিলেন মল্লিকা। তখন বোঝা গেছে বিজয়ের প্রতি তুলনামূলকভাবে একটু বেশিই দুর্বল মল্লিকা।

চূড়ান্ত পর্বে করণ সাগোর সঙ্গে লড়তে হয়েছে বিজয়কে। করণ লন্ডনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু মল্লিকার ব্যাপ্তি হচ্ছে মুম্বাই আর লস অ্যাঞ্জেলেসে। লন্ডনে খুব একটা যান না তিনি। তাই করণকে বর হিসেবে নাকি খুব একটা উপযুক্ত মনে হয়নি তার।