শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জামায়াতের নিবন্ধন বাতিলে দ্রুত সিদ্ধান্ত: সিইসি

জামায়াতের নিবন্ধন বাতিলে দ্রুত সিদ্ধান্ত: সিইসি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া রায়ের কপি নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছেছে। এ বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ কথা জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সিইসি বলেন, ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত যত জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সব কয়টিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সারা দেশে ৩০০ আসনে নির্বাচন হয়। নিয়মিত বাহিনীর পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। তা ছাড়া ভোটকেন্দ্র বেড়েছে, ভোটারও বেড়েছে। অতীতে সব সময় সেনাবাহিনী সহায়তা করেছে। এবারো তাদের সহায়তা চাওয়া হবে।”

বিএনএফ’র নিবন্ধন সম্পর্কে সিইসি জানান, দলটি নিবন্ধন পাওয়ার সব শর্ত ইতিমধ্যে পূরণ করেছে। শিগগির এ বিষযে গণবিজ্ঞপ্তি দেয়া হবে।

নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘তফসিল ঘোষণার আগে সাংবিধানিকভাবে যতক্ষণ অপেক্ষা করা যায়, আমরা করবো। আমরা চাই সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন।’