বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় মাতৃভাষা দিবসের বই মেলার প্রস্তুতি

কাপাসিয়ায় মাতৃভাষা দিবসের বই মেলার প্রস্তুতি

শেয়ার করুন

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাপাসিয়ায় রবিবার বিকালে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদদের স্মরণে নিজ কার্যালয়ে বই মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান ও মেলা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, কন্ঠশিল্পী মজিবুর রহমান, যুবলীগ নেতা সোহরাব হোসেন, গোলাম রব্বানী, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূইয়া, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ। উপজেলা শহরের খুররমের বাসার সামনের মাঠে এ মেলার আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।