শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > সংসদে জাপার বিরোধী দলে থাকা নিয়ে সিদ্ধান্ত কাল: রাঙ্গা

সংসদে জাপার বিরোধী দলে থাকা নিয়ে সিদ্ধান্ত কাল: রাঙ্গা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টি (জাপা) সরকারে থাকবে নাকি বিরোধী দলে থাকবে তা আগামীকাল বৃহস্পতিবারের পার্লামেন্টারি পার্টির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

আজ বুধবার দুপুরে নির্বাচন পরবর্তী দলের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক শেষে তিনি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা মহাজোটের সঙ্গে একসাথে বসেই বাকি সিদ্ধান্ত নেবো। দেশের স্বার্থে ভবিষ্যতে কিছু করা লাগলে করবো। মহাজোটের সাথে আলোচনার বাইরে কিছু করা হবে না।

এর আগে আগামী সরকারেও একই ধারাবাহিকতা থাকবে, নাকি দলটি শুধু বিরোধী দলের ভূমিকা পালন করবে তা নিয়ে দলটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।