শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আগুন

রাজধানীতে ককটেল বিস্ফোরণ, আগুন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মগবাজার, মালিবাগ কারওয়ানবাজার ও পল্টন সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল চারটার দিকে কারওয়ান বাজার এলাকার সোনারগাঁও হোটেলের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় যুবদলের নেতাকর্মীরা।

এর আগে সোনারগাঁও রোডের গলি থেকে ঝটিকা মিছিল বের করেন তারা। এ সময় তারা সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে পর পর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

এদিকে, বিকেল সাড়ে তিনটার দিকে মালিবাগ মোড়ে ছাত্রদল মিছিল বের করে। সেখানেও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় তারা একটি প্রাইভেটকারে ভাঙচুর চালান।

এছাড়া রাজধানীর পল্টন পানির ট্যাংকির কাছে বিকেল পৌনে পাঁচটায় দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এদিকে রাজধানীর কলাবাগান মাঠের সামনে শনিবার দুপুর দেড়টায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কলাবাগান থানার ডিউটি অফিসার এস আই (উপ-পরিদর্শক) দেবপ্রিয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলাবাগান মাঠের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারে কয়েকজন দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়।

মোহম্মাদপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।