রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হরতাল প্রতাহারের গুজব

হরতাল প্রতাহারের গুজব

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএপির ডাকা ৬০ ঘন্টা হরতাল প্রত্যহার করেছে বলে গুজব শোনা যাচ্ছে। এদিকে এই গুজব কে কেন্দ্র করে মিডিয়া কর্মিরা রয়েছে ব্যস্ততায়। হাসিনা-খালেদা ফোনালাপ, গণভবনে সংলাপের আহ্বান এর পরে পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজব রটেছে।

হরতাল প্রতাহরে বিষয়ে বেএনপির একাধিক সিনিয়র নেতার সাথে যোগাযোগ করা হলে কেউ সঠিক উত্তর দিতে পারে নি।

নিচে হাসিনা-খালেদা ফোনালাপ ও বিভিন্ন নেতার বক্তব্য:-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে শনিবার সন্ধ্যা সোয়া ৬.২১মি. দিকে টেলিফোনে কথা হয়েছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সোমবার গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন৷ এছাড়া হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

জানা গেছে, প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রীকে সোমবার নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন৷ তবে খালেদা জিয়া জবাবে কি বলেছেন তা জানা যায়নি৷

সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে৷ এই খবরে গত দুদিন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক আশা আর কৌতূহল৷ অবশেষে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী টেলিফোনে চেষ্টা করেও পাননি খালেদা জিয়াকে৷ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শনিবার বেলা পৌনে ২টা থেকে সোয়া ২টা পর্যন্ত ৩০ মিনিট খালেদা জিয়াকে লাল টেলিফোনে যোগাযোগ করেও পাননি৷ আর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল জানান, বিরোধী দলীয় নেত্রীর মোবাইল ফোন ও কার্যালয়ের ফোনেও চেষ্টা করা হয়েছে৷

তবে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শনিবার দুপুরে খালেদা জিয়া কোনো ফোন কল পাননি৷

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন সরকার এখন দ্বৈত নীতি অবলম্বন করছে৷ একদিকে আলোচনার কথা বলছে আর অন্যদিকে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে৷ সরকার এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে একদলীয় নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাইছে৷ তিনি বলেন সর্বাত্মক হরতাল এবং আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে৷ সরকার যদি এরমধ্যে আলোচনা শুরু করে তাহলে হরতাল প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সময় হলে দেখা যাবে৷

অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দল এক বৈঠক শেষে বিরোধী দলকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে৷ ১৪ দলের পক্ষে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, হরতাল প্রত্যাহার করলে আলোচনা হবে৷ কোনো চাপের মুখে বা আল্টিমেটাম দিয়ে আলোচনা হতে পারেনা বলে জানান তিনি৷