বিনোদন ডেস্ক ॥ হলিউডের এক অনন্য নাম অ্যাঞ্জেলিনা জোলি- রূপ, মেধা, অভিনয় প্রতিভা তো বটেই, নানারকম অ্যাকশন দৃশ্যে সাহসী অভিনয়ের মাধ্যমে যিনি নিজের নাম লিখিয়ে নিয়েছেন স্বর্ণাক্ষরে। আর এবার বোধহয় বলিউডও একজন ‘আঞ্জেলিনা জোলি’কে পেতে যাচ্ছে! কে বলিউডের এই নতুন ‘জোলি’? এই মুহূর্তে এই বিশেষণটি সম্ভবত একমাত্র ক্যাটরিনা কাইফের ক্ষেত্রেই প্রযোজ্য।
আসন্ন সিনেমা ‘ধুম থ্রি’ তে যে তিনি বেশ মারকাট চরিত্রে অভিনয় করেছেন তা তো সবারই জানা। বলা হচ্ছে, অভিনয়জগতে প্রবেশ করার পর এই প্রথম তিনি এত কঠিন কোনো চরিত্রে অভিনয় করেছেন।
আর এখন বেইরুটে সাইফ আলী খানের বিপরীতে যে চরিত্রটিতে অভিনয় করছেন সেটিতেও আছে বেশ কয়েকটি কঠিন অ্যাকশন দৃশ্য। কবীর খানের পরিচালনায় এই সিনেমায় বেশ কয়েকটি উঁচুমানের স্টান্ট দৃশ্যের জন্য এরই মধ্যে সাইফ আলী খানের সঙ্গেই কিছু প্রশিক্ষণও নিতে হয়েছে তাকে।
এছাড়াও হৃত্বিক রোশনের বিপরীতে ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘ব্যাং ব্যাং’ও অ্যাকশনধর্মী সিনেমা।
তাহলে এতদিন ধরে বেশ নরম-গরম রোমান্টিক ধাঁচের কিংবা হালকা বিনোদনের সিনেমায় অভিনয় করলেও ইদানীং বেশ গুরুত্ব দিয়েই সিনেমা বাছাই করছেন ক্যাট, সম্ভবত বলিউডে একটু ব্যাতিক্রমভাবেই নিজের প্রতিভা প্রমাণ করতে চান তিনি। আর এই সুযোগে বলিউডেও অভিষেক ঘটতে যাচ্ছে এক নতুন ‘অ্যাঞ্জেলিনা’র।