শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ বাংলাদেশী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ বাংলাদেশী

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, দিনাজপুর ॥ ভারতে কারাভোগ শেষে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন ৪ বাংলাদেশী কিশোর। তারা ১৪ মাস ১৫ দিন ভারতের দুর্গাপুর জুভেলিয়ান জাস্টিস হোমে ছিলেন।

বৃহস্পতিবার হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ওই ৪ কিশোরকে বাংলাদেশের হিলি চেক পোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করেছে ভারত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তপক্ষ।

তারা গত ৮/৭/২০১১ ইং তারিখে পঞ্চগড় জেলার তেতুলিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে বি,এস,এফ সদস্যরা তাদেরকে আটক করেন।

দেশে ফেরা ৪ কিশোরেরা হলেন, মাদারীপুর জেলা সদরের কুন্তিপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের খানের পুত্র ইসমাইল খান (১৬),একই এলাকার চরচাষাড় (জালালপুর) গ্রামের লিটন হাওলাদারের পুত্র সানজিদ হাওলাদার (১৬),দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া গ্রামের খুদিরাম রায়ের পুত্র অনিমেষ চন্দ্র রায় (১৭) এবং একই এলাকার সাধন চন্দ্র রায়ের পুত্র বিমল চন্দ্র রায় (১৬)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ (ওসি) খাজামুদ্দিন জানান, অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের কারনে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করেন। তারপর সেদেশের আদালত তাদের প্রত্যেকে দুই বছর করে সাজা প্রদান করেন এরপর বয়সে কিশোর হওয়ায় তাদেরকে কারাগারে প্রেরণ না করে। ভারতের পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুর জেলার দুর্গাপুর জুভেলিয়ান জাস্টিস হোম (জে,সি,এল) এ ১৪ মাস ১৫ দিন থাকার পর তাড়া ছাড়া পায় এবং বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের বিপরীতে অবস্থিত ভারত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কতৃপক্ষ তাদেরকে আমার কাছে হস্তান্তর করেন। পরে তাদেরকে উপস্থিত তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়।

এসময় ভারত হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরেশ মন্ডল, বি,এস,এফের ভারত হিলি ক্যাম্পের কোম্পানী কমান্ডার নিতিন রানা, এবং বিজিবি জয়পুরহাট-৩ বিজিবি হিলি সিপি বিওপি’র কোম্পানী কমান্ডার সবিজুর রহমান উপস্থিত ছিলেন।