শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিপিএল হচ্ছে না !

বিপিএল হচ্ছে না !

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের বিচারের কার্যক্রম শেষ না হওয়ায় এবং সামনে শ্রীলঙ্কা সিরিজ ও এশিয়া কাপ টুর্নামেন্ট থাকায়, তাছাড়া দেশের রাজনৈতিক সংকটের কারনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) না করার চিন্তা করছে বিসিবি। তবে বিকল্প টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার কথা ভাবছে তারা ।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে স্পট ফিক্সিংয়ে অভিযুক্তদের বিচারের কার্যক্রম এখনও শুরুই হয়নি। প্রতিবেদন প্রকাশের বেধে দেওয়ার সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল, কিন্তু সময় পেরিয়ে গেলেও কার্যক্রম শুরু হয়নি। এদিকে বিচার প্রক্রিয়া শেষ না হলে বিপিএলের পরবর্তী আসর আয়োজনের কথাও ভাবতে পারছে না দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। বিকল্প কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের কথাই ভাবছে তারা।

বৃহস্পতিবার মিরপুর বিসিবি-সাহারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভবনে অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা জানানো শেষে সংবাদিকদের সামনে আসেন নাজমুল হাসান পাপন। ট্রাইব্যুনাল নিয়ে সেখানে তিনি বললেন,‘ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কিন্তু সেটা মুলতবি রেখে বিপিএলের কার্যক্রম শুরু করাটা সম্ভব হচ্ছে না।’

বিসিবি সভাপতি আরও বললেন,‘গত বিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে যে সমস্যা হয়েছে তার সমাধান না করে আরেকটি আসর আয়োজন করা কঠিন। নিউজিল্যান্ডের সিরিজের পর শ্রীলঙ্কা খেলতে আসবে এখানে। এশিয়া কাপও আছে। তাই বিপিএল শুরু করা না গেলেও টি-টোয়েন্টিকে তো বাঁচিয়ে রাখতে হবে। বিপিএল এর বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজনের চিন্তা ভাবনা করছে বিসিবি।’

২৫ অক্টোবরের পর দেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে পারে। সরকারি দল ও বিরোধী দল পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতি খারাপ করতে পারে। এ অবস্থায় খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি ঠিক থাকবে বলে জানান নাজমুল,‘আশা করি নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। দেশের মানুষ ক্রিকেটকে ভালোবাসে। ভিআইপিদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, সফরকারী দলকেও একইভাবে নিরাপত্তা দেওয়া হবে।’