শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্বাধীনতা রক্ষায় আবারো যুদ্ধ করতে হবে : শাহ মোয়াজ্জেম

স্বাধীনতা রক্ষায় আবারো যুদ্ধ করতে হবে : শাহ মোয়াজ্জেম

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশবাসীকে আবারো যুদ্ধ করতে হবে বলে মšত্মব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগর আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মšত্মব্য করেন।

মোয়াজ্জেম হোসেন বলেন, আওয়ামী লীগ এখন সংবিধান বহির্ভূত সর্বদলীয় সরকার গঠনের প্র¯ত্মাব দিচ্ছে। তাদের এ প্র¯ত্মাব যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, শেখ মুজিব স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। অথচ তার মেয়ে শেখ হাসিনা স্বাধীনতাকে বিপদজনক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগ সামনে আরেকটি যুদ্ধের জন্য ট্রাক ভর্তি করে অস্ত্র আনছে। তাই আমাদেরকে বসে না থেকে যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।

সংগঠনের ঢাকা মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুসলে উদ্দিন প্রমুখ।