শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো

ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ড. মুহাম্মদ ইউনূসের কথাবার্তা সন্ত্রাসীর মতো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, তিনি শান্তির দূত, কিন্তু তার কথাবার্তা হয়ে গেছে সন্ত্রাসীর মতো।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এক নারী সমাবেশে ড. ইউনূস বলেন, আমাদের এখানে (গ্রামীণ ব্যাংক) হাত দিলে হাত ভেঙে দেবো।

মুহিত বলেন, ড. ইউনূস একজন পুরোপুরি রাজনীতিবিদ। তিনি রাজনীতি করছেন বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

গ্রামীণ ব্যাংক আইন রোববার সংসদে উপস্থাপন করা হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, সরকার তার নিজ গতিতেই চলছে। গ্রামীণ ব্যাংকের বিধি প্রণয়নের কাজ শেষ হয়েছে। এখন ভেটিং চলছে।

নির্বাচনের বছরে জিডিপি কমে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এ বছর তেমন কোনো আলামত দেখছেন কিনা?

এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নানা কারণে জিডিপি কমে যেতে পারে। প্রত্যেক বাজেটেই জানুয়ারিতে রিভাইস করা হয়। এবারও হবে।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এটাই শেষ বৈঠক কিনা?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জানি না। আমি আশা করছি, নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বৈঠক হবে। তবে নতুন কোনো প্রকল্প হয়ত গ্রহণ করবে না।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে ক্রয় প্রক্রিয়া ছিল খুবই স্বচ্ছ। ভেরি ট্রান্সপারেন্ট। সরকার চলে গেলেও মামলা করার কোনো সুযোগ নেই।

একটি জাতীয় দৈনিকের রিপোর্টে বিদ্যুৎ খাতের ভবিষ্যত অন্ধকার লেখা প্রসঙ্গে তিনি বলেন, এটি হচ্ছে ইয়োলো জার্নালিজম। ৩৭ বছরে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তার চেয়েও অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে সরকার।

এর আগে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।