স্টাফ রিপোর্টার ॥ নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের ১৩তম কার্য দিবস শেষে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার রাত ৮টা ৪৭ মিনিটে স্পিকার এ মুলতবি ঘোষণা করেন। এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়। দীর্ঘদিন পর সংসদে যোগ দেয় প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮ দলীয় জোটের সংসদ সদস্যরা।
মাগরিবের নামাজের বিরতিরর পর বিরোধী দলের সিনিয়র সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে সন্ধ্যা সোয়া ৬টায় যোগ দেন তারা। সোয়া এক ঘণ্টা সংসদে থেকে ৭টা ৪৪ মিনিটে ওয়াক আউট করে বিরোধী দলীয় সদস্যরা। এ সময়ের মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তুলে ধরা হয়।
প্রসঙ্গত, নবম জাতীয় সংসদের ১৯তম এ অধিবেশন শুরু হয় গত ১২ সেপ্টেম্বর। চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। যদিও ২৪ অক্টোবরই সংসদ শেষ হওয়ার কথা ছিলো।
বুধবার বিকেল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের চলতি অধিবেশন ৭ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।