মো. আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: নৌকার বিজয় হলে দেশের মানুষের ভাগ্যের বিজয় হবে। নরমে-গরমে দেশ চালাবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। চারপাশে তাকিয়ে দেখুন কোথায় উন্নয়ন হয়নি ? কোথায় শান্তি নেই ? জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন আর শান্তির জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার জন্য যড়ষন্ত্র হতে পারে। তাই আপনাদের সজাগ থাকতে হবে। মা জাতিকে শেখ হাসিনা সম্মানিত করেছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে হবে। শেখ হাসিনা বিজয়ী হলে আপনাদের ভাগ্যের বিজয় হবে। বিরোধী দল ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে। রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে। ২১ বছর পর ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। রাজাকারদের বিচার কার্যক্রম শুরু করে শাস্তির ব্যবস্থা করেছে।
উপস্থিত মা-বোনদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের সেবার জন্য বর্তমান সরকার বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। তাই আপনারা পাড়ায়-মহলায় গিয়ে মাদের বোঝান তারা যেন বঙ্গবন্ধুর নৌকায় ও জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেন। প্রতিটি মাকে সম্মানিত করার জন্য সন্তানরা যেন বাবার পরিচয়ের পাশাপাশি মায়ের পরিচয়ে পরিচিত হতে পারে তার ব্যবস্থা করেছে।
সোমবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আদর্শপাড়া এলাকায় জামালপুর বাগমারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
মেম্বার মো. বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু বকর চৌধুরী, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুুবুর রহমান খান ফারুক মাষ্টার প্রমুখ।
এছাড়া প্রতিমন্ত্রী সকালে জামালপুর ডিগ্রী কলেজের চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি কালীগঞ্জ উপজেলাধীন জামালপুর-সাওরাইদ রাস্তার বাতেন মোড়লের বাড়ি হতে বাগমারপাড়া মসজিদ পর্যন্ত চেইনেজ ১১৫০-১৯২৫ মিটার রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।