শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চুমু সম্পর্কের গভীরতা বাড়ায়

চুমু সম্পর্কের গভীরতা বাড়ায়

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কেন মানুষ চুমু খায়? এখন পর্যন্ত তার যথাযথ উত্তর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু সাম্প্রতিক গবেষণায় অনুমান করা হচ্ছে চুম্বনের মাধ্যমে সঙ্গী বা সঙ্গিনীর ক্ষমতা যাচাই করে নিতে চায় মানুষ। এমন কি চুম্বন সম্পর্কের গভীরতা বাড়ায়। সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষামূলক মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক রাফায়েল ওলোদারস্কি জানিয়েছেন কোনো সংস্কৃতি, সমাজব্যবস্থা, জাতি নির্বিশেষে মানুষের যৌন সম্পর্কের অবিচ্ছেদ্দ্য অঙ্গ চুম্বন। এমন কি মানুষের নিকটবর্তী উচ্চ প্রজাতির বানর জাতীয় প্রাণী যেমন বোনবো ও শিম্পাঞ্জিদের ভালবাসা প্রকাশের সময় চুম্বন করার প্রবণতাও দেখতে পাওয়া যায়। যদিও তার গভীরতা মানুষের তুলনায় কম হয়।

ওলোদারস্কির মতে চুম্বনের পিছনে মোটামুটি তিনটি কারণ থাকতে পারে, ১) সঙ্গী বা সঙ্গিনীর জেনেটিক ক্ষমতা যাচাই করতে সাহায্য করে। ২) যৌন মিলন শুরু করতে সাহায্য করে। ৩) সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।

চুম্বনের মূল কারণ অনুসন্ধানে তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন বলে জানান।