শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: আজ বুধবার সকালে কাপাসিয়া উপজেলায় ৪শ কৃষকদের মাঝে ১ হাজার ৪শ ৫০ কেজি সরিষা ও বোরো ধানের বীজ, ১২শ কেজি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।

কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত রবি মৌসুমে ২০১৮-১৯ অর্থবছরের প্রণোদনা কার্যক্রমের আওতায় বিনামূল্যে উক্ত কৃষি সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, সাবেক কৃষি অফিসার আশিষ কুমার কর, জাতীয় মহিলাসংস্থার চেয়ারম্যান রৌশনারা প্রমুখ।