শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > নরসিংদীতে দুই নারীর আত্মসমর্পণের পর শেষ হল জঙ্গি অভিযান

নরসিংদীতে দুই নারীর আত্মসমর্পণের পর শেষ হল জঙ্গি অভিযান

শেয়ার করুন

বাইজিদ আহামেদ
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদী: নরসিংদীর মাধবদীতে সোয়াটের টানা ৪০ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে দুই নারীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হল জঙ্গি অভিযান। এর আগে মঙ্গলবার বিকালে মাধবদীর শেখেরচর এলাকার ভগিরথপুর গ্রামে এক জঙ্গি আস্তানায় ‘গর্ডিয়ান নট’ নামক অভিযান পরিচালনা করে সোয়াট। এতে নব্য জেএমবির মিডিয়া কমান্ডার আব্দুল্লা আল বাঙ্গালী (৩০) ও তার স্ত্রী আকলীমা আক্তার মনি (২৮) নিহত হয়।
অপরদিকে আত্মসমর্পণে সাড়া দিয়ে বুধবার বিকালে মাধবদীর গাংপাড় এলাকার নিলুফা ভবনে অবস্থিত মৌসুমী ওরফে মৌ (২৪) ও খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫) নামে দুই নারী জঙ্গি পুলিশের কাছে আত্মসমর্পণ করে। টানা ৪০ ঘন্টা পর তারা আত্মসমর্পণে করেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বুধবার দুপুর পৌনে ৩টার দিকে তারা আত্মসমর্পণ করে বলে সাংবাদিকদের জানান মনিরুল। এর আগে ওই আস্তানায় অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণে মাইকিং করা হয়। মনিরুল ইসলাম বলেন, আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির নাম ইশরাত জাহান ওরফে মৌসুমী ওরফে মৌ (২৪) ও খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫)। আত্মসমপর্ণের পর ভবনটি পুরোপুরি সার্চ করা হয়নি। বোম ডিসপোজাল টিম ঢুকেছে। সেটি শেষ হলে হয়তো তারপরে বলতে পারবো তবে আমাদের ধারণা এখানে কোন শিশু নেই। মনিরুল ইসলাম আরো জানান, ২০১৬ সালের ১৪ ও ১৫ আগস্ট গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব সন্দেহভাজন চার নারী জঙ্গিকে গ্রেফতার করে। সেই চার নারী জঙ্গির মধ্যে মৌ ও মেঘলা ছিল। জামিন পেয়ে তারা আবার জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। তিনি আরো জানায়, দুই নারী জঙ্গি এক সময়ে মিরপুরের জনতা হাউজিং এলাকায় থাকতো। মৌসুমী ওরফে মৌ মিরপুরের ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করে। এরপর ২০১২ সালে মিরপুর চিড়িয়াখানা রোডের বিসিআইসি কলেজ হতে জিপিএ ৪.৬০ পেয়ে এইচএসসি পাশ করে। মেডিক্যাল ও ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফার্মগেটের ইউসিসি কোচিং সেন্টারে ভর্তি হয়। ২০১৩ সালে সে মানারাত ইউনিভার্সিটিতে ফার্মাসি বিভাগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। এছাড়া জনতা হাউজিংয়েরই একটি বাড়ির পঞ্চমতলায় এক পরিবারের সঙ্গে সাবলেট হিসেবে থাকে খাদিজা পারভীন ওরফে মেঘলা। সে ২০১৩ সালে জিপিএ ৪.৭০ পেয়ে এইচএসসি পাশ করে। ওই বছরই রোকনুজ্জামান নামে এক যুবকের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। সেও বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গিকে নরসিংদীর পুলিশ হেফাজতে রাখা হয়েছে।