শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে দুই দিনব্যাপী শিশু মেলা উদ্বোধন

গাজীপুরে দুই দিনব্যাপী শিশু মেলা উদ্বোধন

শেয়ার করুন

এম আব্দুল লতিফ সিদ্দিকী ॥
সিনিয়র স্টাফ রিপোর্টার
গাজীপুর: আজ বুধবার শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও গাজীপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত বলদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপি শিশু মেলা উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি এমপি। মেলা উপলক্ষে কয়েকটি স্টল বসানো হয়েছে। মেলায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, আবৃতি মোরগের লড়াই সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, সচেতনতার লক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা, এছাড়াও এই অনুষ্ঠানে সরকারী অর্থে ঘর নির্মাণ করে দেওয়ার প্রকল্পের শতাধিক সুবিধাভোগীদের হাতে প্রতিমন্ত্রী নতুন ঘরের প্রতীকি চাবি তুলে দেন।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন (পিপিএম) জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত, শিশু একাডেমিক কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারউজ্জামান শুকুর, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান, যুবলীগ নেতা মোঃ সাদেকুর রহমান সাদেকসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।