শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > ফিলিস্তিনের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফিলিস্তিনের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে যাওয়া হলো না স্বাগতিক বাংলাদেশের। শক্তিশালী ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে জামাল ভুঁইয়াদের। শক্তির বিচারে অনেকগুন এগিয়ে থাকা ফিলিস্তিন বেশ জোরালো লড়াই দেখিয়েই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে আরব দেশটি।
আগামী ১২ অক্টোবর শুক্রবার ফাইনালে তাজিকিস্তানের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ফিলিস্তিনিরা। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রহুল আমিন স্টেডিয়ামে দুপুর আড়াইটায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ফিলিস্তিনের বিরুদ্ধে মাঠে নেমেছিল জামাল ভুঁইয়ারা। লড়াইয়ে নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় ফিলিস্তিন। এরপর বারবার আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের গোলটি করেন বালাহ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও ম্যাচে ফিরতে পারেনি সুফিলরা। বারবার ফিলিস্তিনের গোলমুখে বল নিয়ে গেলেও জালে বল পাঠাতে পারেননি কেউই। উল্টো খেলার একেবারেই শেষ মিনিটে আবারো গোল খেয়ে বসে আশরাফুল রানারা। ৯৪ মিনিটে গোলটি করেন সামেহ মারাবা। ফলে ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় জেমি ডে’র শিষ্যদের।
এবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দল কক্সবাজারে আন্তর্জাতিক ম্যাচ খেলছে। তাই স্থানীয়দের মধ্যে আগ্রহও বেশি। ম্যাচটি উপভোগ করতে হাজার হাজর দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিল। গ্যালারি পুরো অংশই দর্শকে পরিপূর্ণ। বৃষ্টি উপেক্ষা করেও চলেছে খেলা। দর্শকরাও ভিজে ভিজে খেলা উপভোগ করছেন। বৃষ্টির কারণে মাঠও পিচ্ছিল হয়ে গিয়েছিল এবং অনেক জায়গায় কাদা জমেছিল।
জেমি ডে’র শিষ্যদের চেয়ে অনেকগুন বেশি শক্তিশালী টিম ফিলিস্তিন। বাংলাদেশের ফিফা র‌্যাংকিং যেখানে ১৯৩ সেখানে ফিলিস্তিনের অবস্থান ১০০তম। তার ওপর এশিয়া কাপ উপলক্ষ্যে নিজেদের প্রস্তুতি সারতে বঙ্গবন্ধৃু গোল্ড কাপে খেলতে এসেছে বলে জানিয়েছিল শুরুতে।