শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > দেশে ফিরেছেন ৭৫ হাজার ৮৭ জন হাজি

দেশে ফিরেছেন ৭৫ হাজার ৮৭ জন হাজি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৪ হাজার ২শ’ জনের বেশি হাজি দেশে ফিরেছেন। গত ২৭ আগস্ট থেকে শুরু করে ফিরতি হজ ফ্লাইটে গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৭৫ হাজার ৮৭০ জন হাজি দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯৮টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০৬টিসহ মোট ২০৪টি ফিরতি হজ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

এদিকে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় বিজি-১০৭১ ফ্লাইটের হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। জানা গেছে, মদিনা পর্ব শেষে আজ (শুক্রবার) বা’দ এশা জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব গেছেন। হজ পালন শেষে গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।