শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > কেরালার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬

কেরালার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় তীব্র বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬জনে। গত এক শতাব্দীর মধ্যে ভয়াবহতম এই বন্যায় ঘর ছেড়েছে অন্তত দেড় লাখ মানুষ।

গত ৮ আগস্ট থেকে কেরালায় শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। উদ্ভুত পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। স্কুল, কলেজ, সরকারি দফতর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার জানায়, আগামী ২৬ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। চারদিনের জন্য বন্ধ রয়েছে কোচি বিমানবন্দর। বুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে সেখানকার বিমান পরিষেবা।

এদিকে, বানভাসি মানুষের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা নিজেদের জমি ও ঘর দুটোই হারিয়েছেন তাদের মোট ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এরমধ্যে ৬ লাখ টাকা জমি কেনার এবং ৪ লক্ষ টাকা বাড়ি বানানোর। বন্যার্তদের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গিয়েছে তাদের বিনামূল্যে সেগুলো তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন। বিবিসি