শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > গাজীপুরে যানজটের অন্যতম কারণ লেভেল ক্রসিং

গাজীপুরে যানজটের অন্যতম কারণ লেভেল ক্রসিং

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর শহরে যানজটের অন্যতম কারণ লেভেল ক্রসিং। জট কমাতে দীর্ঘদিন ধরে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। কিন্তু ৪০ বছরেও বাস্তবায়ন হয়নি। শিগগির সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
যানজট গাজীপুর শহরের প্রতিদিনের চিত্র। শহরের প্রবেশমুখেই রেলগেট, যেখান দিয়ে দিনে অন্তত ৬৫টি ট্রেন আসা-যাওয়া করে। একটি ট্রেন আসা মানেই ক্রসিংয়ে ২০ মিনিটের অপেক্ষা।
জাইকার প্রজেক্টের আওতায় লেভেল ক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণের কথা থাকলে সেটি এখনও হয়নি। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, জট কমাতে এর বিকল্প নেই।
জেলা প্রশাসক জানালেন, ডাবল রেললাইনের নকশা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে শিগগির।
২০১৯ সালের মধ্যে যানজট সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি।