শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে আলোর দিশারী রক্তদান সংগঠনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

কালীগঞ্জে আলোর দিশারী রক্তদান সংগঠনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং

শেয়ার করুন

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে আলোর দিশারী রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার কালীগঞ্জ শ্রমিক কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। একের রক্তের অন্যের জীবন, এতে হোক আত্মার বাধন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সংগঠনটি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে। কিছু তরুণ-তরুণী আত্ম মানবতায় মানুষকে সেবা দিতে আলোর দিশারী রক্তদান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেন। তাদের নিজ খরচে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে আসছে। এছাড়া কোনো মুমূর্ষু রোগী ও সাধারণ মানুষের রক্তের প্রয়োজন হলে সেবার লক্ষ্যে আলোর দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনটি এগিয়ে যায়। কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রায় ৫ শত শিক্ষার্থীদের তারা রক্তের গ্রুপ নির্ণয় করেন।
আলো দিশারী রক্তদান সংগঠনের সভাপতি সৈয়দ আহমেদ কবির বলেন, নিজেদের উদ্যোগে মানুষকে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় করে থাকি। বিগত দিনে ছাতিয়ানী আলিম মাদ্রাসা, আজমতপুর স্কুল এন্ড কলেজ, পুনসহি উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ কালীগঞ্জ শ্রমিক কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে। আমার সহযোগী মো. নাসিম, মো. তৈইবুর, মো. রাসেল, রাবেয়া বেগম, তিনক ও মোছাম্মদ নুন মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।