শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > শান্তির জন্য বাংলাদেশ-জাপান একযোগে কাজ করবে

শান্তির জন্য বাংলাদেশ-জাপান একযোগে কাজ করবে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥

ঢাকা: শান্তি ও সম্প্রীতির জন্য ঢাকা ও টোকিও একযোগে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।

৬ আগস্ট জাপানের হিরোশিমা ট্রাজেডি দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন তিনি। ১৯৪৫ সালের ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। ওই বোমা হামলায় নিহত হয় প্রায় দেড় লাখ মানুষ। সেই থেকে বিশ্বজুড়ে হিরোশিমা দিবস পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো বার্তায় রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৩তম বার্ষিকীতে হিরোশিমার ওপর পারমাণবিক বোমার আঘাতে নিহতদের স্মরণ করছি আমরা।

সে ঘটনার শিকার জাপানিদের প্রতি বাংলাদেশিদের সমবেদনা প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, আমি বিশ্বাস করি শান্তি ও সম্প্রীতির জন্য বাংলাদেশ-জাপান একযোগে কাজ করে যাবে।

সোমবারের এ দিবসটি উপলক্ষে ঢাকায়ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।