আন্তর্জাতিক ডেস্ক ॥
জিম্বাবুয়ের জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট এমারসন নানগাগবা। জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। ৩০ জুলাই অনুষ্ঠিত ভোটের সবকয়টি প্রদেশের ফলাফল ঘোষণার পর নানগাগবা ৫০.৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নেলসন চামিশা পেয়েছেন ৪৪.৩ শতাংশ ভোট।
ফল ঘোষণার পর প্রেসিডেন্ট নানগাগবা টুইটারে এই নির্বাচনকে একটি ‘নতুন সূচনা’ আখ্যা দিয়ে বলেন, চলুন সবাই একসঙ্গে শান্তি, একতা ও ভালোবাসা নিয়ে একটি নতুন জিম্বাবুয়ের সূচনা করি।