শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় ২৫ থেকে ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এম. হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্সে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা জুয়েলার্সের দোকানের ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার লুট করে এবং মালিক কবির, রুবেল, আবু তালেব, চান্দুসহ কমপে ৭ জনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্দক আহত করে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। ঘটনার কমপে ৩০ মিনিট পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এম. হোসেন অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্সের মালিক এম. এ কবিরের ভাতিজা মো. শহীদুল্লাহ জানান, ডাকাতির সময় বাধা দিলে ডাকাতরা আমার চাচা এম. এ কবির (৬০)-সহ দোকানের কর্মচারীদের এলোপাতাড়ি কোপায়। এ সময় ডাকাতরা সিন্দুক ভেঙেও স্বর্ণালঙ্কার লুট করে। প্রায় দুই থেকে আড়াইশ ভরি স্বর্ণ তারা লুট করে নিয়ে যায়। প্রত্যদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল শহরের গাঙ্গিনারপাড় মোড় এলাকার এম. হোসেন জুয়েলার্সের সামনে এসে একটানা ২৫ থেকে ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সন্ত্রাসীরা দোকানের ভেতর ঢুকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে ডাকাত দল একটি হায়েস গাড়ি নিয়ে পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’