শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার মোহাম্মদ শিফায়েত উল্লাহ এ তথ্য জানিয়েছেন। প্রকাশিত ফলাফল ওয়েবসাইট িি.িফমযং.মড়া.নফ তে পাওয়া যাবে।

মেডিকেল ও ডেন্টাল কলেজে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ২৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এবার সব মিলিয়ে ৯ হাজার ১৯৪টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৮ হাজার ১৭২ শিক্ষার্থী। ২২টি সরকারি মেডিকেল কলেজ, ৫৪টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

মেডিকেলে আসন সংখ্যা ৭ হাজার ৬১২টি। অন্যদিকে ৯টি সরকারি ডেন্টাল শিাক্ষা প্রতিষ্ঠান এবং ১৮টি বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাবে মোট ১ হাজার ৫৮২ জন শিক্ষার্থী।