শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে বিতর্কে চ্যাম্পিয়ন নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়

কালীগঞ্জে বিতর্কে চ্যাম্পিয়ন নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়

শেয়ার করুন

আজগর হোসেন পাঠান
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে “মৎস্য সম্পদই বাংলাদেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে ছিলেন তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়। পক্ষে শিক্ষার্থী তাজিম ইয়াসমিন জেমি, নাদিয়া সুলতানা লেরিন ও সুমাইয়া ইসলাম বর্ষা তাদের যুক্তি তর্কে বিপক্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন আকন্দ, ইয়াসিন ভূইয়া ও মো. শাহরিয়ার হাসান গালিব হেরে যান। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন।