শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কালীগঞ্জে গ্রামীণ ৮ টি প্রকল্পের কাজ শুরু হচ্ছে

কালীগঞ্জে গ্রামীণ ৮ টি প্রকল্পের কাজ শুরু হচ্ছে

শেয়ার করুন

মো.আরিফ হোসেন
কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ১৭-১৮ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন গ্রামীণ রাস্তায় কম-বেশি ১৫ মিটার দৈর্ঘ্যরে সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকারের আওতায় অর্থবছরে ৮টি প্রকল্পে কাজের জন্য গতকাল বৃহস্পতিবার উপজেলা হলরুমে লটারির মাধ্যমে ঠিকাদারী মনোনীত করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ৩টি প্রকল্প, মোক্তারপুর ইউনিয়ন ২টি, নাগরী ইউনিয়ন ২টি ও জামালপুর ইউনিয়নে ১টি সর্বমোট ৮ টি প্রকল্প ১ কোটি ৫৬ লক্ষ ৭৬ হাজার ৮ শত ৫৮ টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে।
উপজেলা তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারীখোলা রাস্তার তুমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের্^ ১৬ ফুট দৈর্ঘ্যরে ১৪ লক্ষ ৫০ হাজার ৫শত ৮৫ টাকা ব্যয়ে কালভার্ট নির্মিত হবে। একই ইউনিয়নের তুমুলিয়া মিশন রেল লাইন রাস্তা তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের্^ খালের উপর ১৪ ফুট দৈর্ঘ্যরে ১৩ লক্ষ ২৩ হাজার ২ শত ৫৮ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ ও দক্ষিণ ভাদার্ত্তী রাস্তার এমদাদের বাড়ির পাশে খালের উপর ১৪ লক্ষ ৫০হাজার৫ শত ৮৫ টাকা ব্যয়ে ১৬ ফুট দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণ করা হবে।
নাগরী ইউনিয়নের -গলান রাস্তার রমজানের বাড়ির দক্ষিণ পাশের্^ খালের উপর ২০ ফুট দৈর্ঘ্যে ১৬ লক্ষ ৭৫ হাজার ৫শত ৫০ টাকা ব্যয়ে সেতু নির্মাণ ও নাগরী ইউনিয়নের নলছাটা –বিরুলিয়া রাস্তা বিমল চন্দ্রের বাড়ির দক্ষিণ পাশের্^ খালের উপর ২৪ ফুট দৈর্ঘ্যরে ১৯ লক্ষ ৭৪ হাজার ১১ শত ৪ টাকা ব্যয়ে কালভার্ট নির্মাণের কাজ শুরু হবে।
মোক্তারপুর ইউনিয়নের রাথুরা ডেমরা রাস্তা খলিলের বাড়ির পূর্ব পাশের্^ কাল্লাখালী খালের উপর ৩৬ দৈর্ঘ্যরে ২৯ লক্ষ ১৪ হাজার ৩শত ২৬ টাকা ব্যয়ে কালভার্ট ও একই ইউনিয়নের রাথুরা বাজার নাসু মার্কেটের রাস্তা রতি রানীর বাড়ির পাশের্^ মাইজাপাড়া খালের উপর ৩৬ ফুট দৈর্ঘ্যে কালভার্ট ২৯ লক্ষ ১৪ হাজার ৩শত ২৬ টাকা ব্যয়ে নির্মিত হবে।
জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ -বড়গাঁও রাস্তা মৃত মহিউদ্দিনের বাড়ির পূর্ব পাশের্^ শিয়ালী খালের উপর ২৬ ফুট দৈর্ঘ্যের সেতু নির্মান হবে ১৯ লক্ষ ৭৪ হাজার ১ শত ১৪ টাকা ব্যয়ে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে উম্মুক্ত লটারিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহীম খন্দকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদার ও তাদের প্রতিনিধিগণ।