সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > পেট্রোল ঢেলে গাজীপুরে বিএনপি অফিসে আগুন দিয়েছে যুবদল

পেট্রোল ঢেলে গাজীপুরে বিএনপি অফিসে আগুন দিয়েছে যুবদল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
গাজীপুর:গাজীপুরে পদ না পেয়ে এক নেতা তার দলবল নিয়ে বিএনপি অফিসে আগুন দিয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী বিএনপি নেতা জহিরুল ইসলাম জিটু জানান, তিনি জেলা বিএনপি অফিসে বসে পত্রিকা পড়ছিলেন। এমন সময় ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় সদস্য এবং গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহামুদ হাসান রাজু তার ১০ থেকে ১২ জন সঙ্গী নিয়ে অফিসে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। মুহুর্তেই আগুন অফিসের বিভিন্ন আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে অফিসের চেয়ার-টেবিল, সিলিং ফ্যান, দেয়ালে থাকা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পুড়ে গেছে।

উপস্থিত বিএনপি নেতারা জানান, গতকাল গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা হয়। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন মাহামুদ হাসান রাজু। ওই কমিটিতে প্রভাষক বশির আহমেদ বশির সভাপতি এবং জসিম ভাট সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পদ না পাওয়ায় এ কাণ্ড করেছেন তিনি।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল নেতা জানান, কমিটিতে ত্যাগী ও মাঠের নেতাদের মূল্যায়ণ করা হয়নি। ফলে গাজীপুরের যুবদল নেতারা ক্ষুব্ধ।