শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > আবারও ক্ষমা চাইলেন আর্জেন্টিনার সেই গোলরক্ষক

আবারও ক্ষমা চাইলেন আর্জেন্টিনার সেই গোলরক্ষক

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলরক্ষক উইলি কাবায়েরোর বাচ্চাসুলভ ভুলে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। শঙ্কার মুখে পড়ে গিয়েছিল তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। সেদিন ম্যাচ শেষেই সবার কাছে ক্ষমা চেয়েছিলেন কাবায়েরো। তবু নানান হুমকি থেকে রেহাই পাননি তিনি।

মঙ্গলবার রাতে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে আর্জেন্টাইন একাদশে ছিলেন না কাবায়েরো। তার বদলে খেলেন ফ্রাংকো আরমানি। এই ম্যাচে জেতার পর আবারও সকল আর্জেন্টাইন সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন কাবায়েরো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভুলের জন্য ক্ষমা চান তিনি। এসময় তাকে দেয়া হুমকি-ধামকিগুলো প্রাপ্য ছিল না বলে উল্লেখ করেন কাবায়েরো। তবে এতকিছুর পরেও যারা কাবায়েরোর পাশে ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক।

ইনস্টাগ্রামের বার্তায় কাবায়েরো লিখেন, ‘নাইজেরিয়ার বিপক্ষে ইতিবাচক ফলাফলের পর আমি এখন নিজেকে ইতিহাস হিসেবে দেখছি, ব্যর্থতার ইতিহাস, দুর্ভাগ্যের ইতিহাস। কিংবা শুধুমাত্রই একটি ভুল, আপনি যেভাবে দেখেন এটি। আমি সেদিনের ব্যর্থতা মেনে নিচ্ছি কারণ ফুটবল মাঠে আমি ভুল করেছিলাম। কিন্তু এরপর আমি অনেক বেশি অসম্মানের মুখোমুখি হয়েছি, আমি এবং আমার পরিবার অনেক হুমকির সম্মুখীন হয়েছি। এমন আচরণ মোটেও আমাকে সাহায্য করে না।’

‘তবে আমার আশেপাশে অনেক এমন মানুষও ছিল যারা আমার অবস্থাটা বোঝে, যারা আমার মতো অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। আমি সেসব মানুষদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই। তারা এমন প্রতিকূল অবস্থায়ও আমার পক্ষে লিখেছে, আমার পক্ষে বলেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

‘আমি আবারও আমার ভুল মেনে নিচ্ছি। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। তবে আমি কখনো কল্পনা করিনি মাঠের খেলার কারণে আমার পরিবারকেও হেনস্থা করা হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো সম্মানের। আমি আমার দেশেই ফুটবল শিখেছি, দেশের হয়েই খেলতে চাই। খারাপ সময়ে যারা আমার পাশে ছিলেন তাদের আবারও ধন্যবাদ জানাই।’