শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আবেগজনিত শারীরিক লণ

আবেগজনিত শারীরিক লণ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্বামীর পে অনেক সময়েই স্ত্রীর আবেগজনিত ও শারীরিক লণ দেখে তার উদ্দীপনার মাত্রা বোঝা সম্ভব। যে েেত্র পারস্পরিক সরলতা বর্তমান এবং নিষেধাজ্ঞাজনিত সংস্কার অনুপস্থিত সে েেত্র স্বামী-স্ত্রী উভয়ের পইে পারস্পরিক প্রতিক্রিয়া বুঝতে পারা সহজ হয়। স্ত্রীর আসঙ্গ লিপ্সা প্রকাশের বহু রকম স্বভাবসিদ্ধ উপায় আছে স্বামী স্বাভাবিকভাবেই তার শারীরিক ও হৃদয়াবেগজনিত প্রতিক্রিয়ার অর্থ অনুধাবন করতে শেখে। শারীরিক দিকে ভালভা প্রদেশে, বার্থোলিন গ্রন্থি নিঃসৃত রণের দ্বারা স্ত্রীর গ্রহণেচ্ছা প্রমাণিত হয়। এই রণের দ্বারা জননেন্দ্রিয়ের বহিরাংশ সম্পূর্ণরূপে ভিজে যাওয়ার পর লিঙ্গ প্রবিষ্ট হওয়া উচিত। এই রণের ফলে ভালভা প্রদেশ ও যোনি-মুখ ভিজে পিচ্ছিল হয়ে গেলে লিঙ্গ খুব সহজে প্রবেশ করতে পারে এবং যৌন উত্তেজনাও বাড়তে থাকে বিবাহের গোড়ার কয়েক দিন বা কয়েক সপ্তাহ শারীরিক অস্বাচ্ছন্দ্য, হৃদয়াবেগজনিত উদ্বেগ ও দমনের দরুন এই গ্রন্থিগুলোর ক্রিয়া সংকুচিত হতে পারে এর রণ বিলম্বিত হতে পারে তা যদি হয়। কৃত্রিম তৈলাক্ত পদার্থ বা লুব্রিকেন্ট, জীবাণু শূন্য স্নেহময় পদার্থ বর্জিত জেল ব্যবহার করা যেতে পারে তাতে পুরুষাঙ্গ প্রবেশ সুগম ও আরামদায়ক হয় এবং উভয়ের সন্তোষজনক চরমতৃপ্তিতে পৌঁছানোর সম্ভাবনা বৃদ্ধি পায়।