শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > সরকার গঠন আলোচনা ব্যর্থ হওয়ায় ইতালিতে আবারো নির্বাচনের শঙ্কা

সরকার গঠন আলোচনা ব্যর্থ হওয়ায় ইতালিতে আবারো নির্বাচনের শঙ্কা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
সরকার গঠন আলোচনা ব্যর্থ হওয়ায় ইতালিতে আবারো নির্বাচনের আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় ৩ মাস যাবত ইতালিতে একটি নতুন সরকার গঠনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে। এবারো পার্লামেন্ট নতুন একটি মন্ত্রিসভা অনুমোদন না করায় আগামী শরতে সেখানে নতুন আরেকটি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার দেশটির ফাইভ স্টার মুভমেন্ট ও ফার-রাইটলিগের জোটগত প্রধানমন্ত্রী প্রার্থী গুসপি কন্তে পার্লামেন্টে সম্ভাব্য মন্ত্রীদের নাম সংশ্লিষ্ট একটি তালিকা পেশ করেন। তালিকার ওপর ভোটাভুটি হলে সদস্যরা তা পাশ করেননি। তাই রাষ্ট্রপতি সার্গিও মেটারেলা শেষ ভরসা ছিল, তিনিও তা অনুমোদন না করায় তাদের আরেকটি নতুন মন্ত্রীসভা আবারো ঝুলেগেল। তীব্র ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়ে পরিবর্তিত সরকার পরিবর্তনের কার্যক্রম থামিয়ে দিচ্ছেন বলে জানান।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ২০১৭সালে মেটারেলা দেশটির মন্ত্রিসভা অকার্যকর করেদিলে এ বছরের ৪মার্চ সেখানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কেউ এককভাবে সরকার গঠনে সক্ষম না হওয়ায় জোট বাধার প্রয়োজনীয়তা দেখা দেয়। কন্তে তার প্রচেষ্ঠা ছেড়ে দেয়ার পর মেটারেলা আন্তর্জাতিক অর্থ সংস্থা (আইএমএফ)’র সাবেক একজন বিশ্লেষক কার্লো কোটারেলিকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন। ইয়ন নিউজ