শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > কাপাসিয়ার টোকে কাজী রমজান আলী স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

কাপাসিয়ার টোকে কাজী রমজান আলী স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

শেয়ার করুন

মোহাম্মদ মনজুরুল হক গাজী, কাপাসিয়া ব্যুরো ॥

গাজীপুর: কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর (দরগাপাড়া) গ্রামে ঈশা খাঁ- মানসিংহের যুদ্ধ অঞ্চলে অবস্থিত ঈশা খাঁর দুর্গ হিসেবে ব্যবহৃত ইতিহাস খ্যাত সুলতানপুর শাহী মসজিদের সাবেক খতিব মরহুম আলহাজ¦ মাওলানা কাজী রমজান আলী স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ২৫ মে শুক্রবার স্থানীয় এন এস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম কাজী রমজান আলী কর্তৃক প্রতিষ্ঠিত সুলতানপুর মামুনিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে ক্লাবের সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতার আয়োজক কমিটির সদস্য সচিব মো. সুমন রানার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইফতার আয়োজক কমিটির আহবায়ক টোক ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন শেখ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমানুল্লাহ আমান, স্থানীয় মেম্বার মো. আলাল উদ্দিন, ক্লাবের সেক্রেটারী মো. শহীদুল্লাহ মাষ্টার, এন এস স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সৈনিক মো. সিদ্দিকুর রহমান প্রধান, মরহুমের বড় ছেলে সুপার মো. আল মামুনুর রশিদ, টোক কেন্দ্রীয় মসজিদের খতিব মো. হেলাল উদ্দিন বেলালী, বক্তা মাওলানা মো. লুৎফুর রহমান গাজীপুরী, মাওলানা মো. আ. খালেক, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। ক্লাবের সাবেক সভাপতি মো. আবুল কাশেম প্রধান কাজী রমজান আলীর ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ মিয়া, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আসাবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মো. আ. সাত্তার, মরহুমের দু’ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুনুর রশিদ ও সহকারী অধ্যাপক মো. মাসুদুর রশিদ। দোয়া ও ইফতার মাহফিলে মিলাদ পরিচালনা করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মরহুমের কনিষ্ঠ ছেলে সহ-সুপার মাওলানা মো. মাহফুজুর রশিদ। কাজী রমজান আলী ও এলাকার অন্যান্য মরহুম ব্যক্তিদের পরকালীন মুক্তি ও জান্নাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মরহুমের অপর ছেলে মাওলানা মো. মাউদুদুর রশিদ। ইফতার মাহফিলে প্রায় পাঁচশত লোক ইফতার করেন।

উল্লেখ্য, মরহুম কাজী রমজান আলী প্রায় ৫০ বছর যাবৎ সুলতানপুর শাহী মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন এবং প্রায় ৪৫ বছর যাবৎ নিকাহ রেজিস্টারের কাজ করায় টোক ইউনিয়নসহ পাশ^বর্তী ইউনিয়ন ও এলাকায় কাজী হিসেবে সুপরিচিত ছিলেন। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সহকারী মৌলভী হিসেবে চাকুরী করেছেন। গত ১১ ডিসেম্বর ২০১৭ সালে প্রায় ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ব্যক্তি জীবনে তিনি পাঁচ ছেলে ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। ছেলেরা সবাই কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত।