শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > ঈদে ৪ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

ঈদে ৪ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঈদের আগে ও পরে ৪ দিন সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ৮ জুনের মধ্যে মহাসড়কের সব সংস্কার কাজ শেষ করারও নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২২ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা এলাকায় ‘ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায়’ এ নির্দেশ দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, যানজট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের ঈদে বাড়িতে যাবার সময় যেন কোন ভোগান্তি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

৮ জুনের মধ্যে মেঘনা টোল প্লাজার সমস্যা সমাধান করারও নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক।