আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের মক্কা মসজিদ বিস্ফোরণের রায়ের কয়েক ঘণ্টা পরেই ইস্তফা দিলেন হায়দরাবাদ আদালতের বিচারপতি রবীন্দ্র রেড্ডি। বিশেষ এনআইএ বিচারপতি হিসেবে স্বামী অসীমানন্দ সহ ওই ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই সোমবার সকালে বেকসুর খালাস ঘোষণা করেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৭ সালে মক্কা মসজিদে বিস্ফোরণের মামলার রায় দেওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই তিনি অন্ধপ্রদেশের প্রধান বিচারপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। সেখানে ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিচ্ছেন বলে উল্লেখ করেছেন বিচারপতি রবীন্দ্র রেড্ডি।
যদিও এই ইস্তফার বিষয়ে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন পার্টির সভাপতি আসাউদ্দিন ওয়াইসি টুইট করে করেন, ‘বিচারপতি যিনি মক্কা মসজিদের বিস্ফোরণে সব অভিযুক্তদের বেকসুর খালাস করেছেন তাঁর ইস্তফা চালাকি এবং এই ইস্তফার সিদ্ধান্তে আমি অবাক।’
বিচারপতি মামলার রায় দিতে গিয়ে জানান, কোনও ভাবেই অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে প্রমাণ করতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাই উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে তিনি অভিযুক্তদের বেকসুর খালাস ঘোষণা করেছেন। প্রসঙ্গত, ২০০৭ সালের ১৮ মে মক্কা মসজিদে শুক্রবারের নমাজের সময় বিস্ফোরণ ঘটলে ৯ জনের মৃত্যু হয়। আহত হন ৫০ জনেরও বেশি। সূত্র: ডেইলি সিয়াসাত