বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > রাজধানীসহ সারাদেশে নাশকতা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

রাজধানীসহ সারাদেশে নাশকতা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে ব্যাপক তল্লাশির পাশাপাশি রাজধানীতে নিরাপত্তা চৌকির সংখ্যা বাড়ানো হয়েছে।

ঢাকার প্রবেশমুখে চলছে তল্লাশি। পাড়া-মহল্লাতেও রয়েছে পুলিশের নজরদারি। জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা। রাজধানীতে কমে গেছে যানবাহন চলাচল।

পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, দেশজুড়ে আইন-শৃঙ্খলা থাকবে স্বাভাবিক। তবে কোনো পক্ষ নাশকতার সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, রায় দেখেই নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করছে পুলিশ। অস্ত্র ও বিস্ফোরক নিয়ে কেউ যেন ঢাকায় প্রবেশ ও অবস্থান করতে না পারে সেজন্য তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে নিরাপত্তা রক্ষায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকছে বিজিবি।

সূত্র: ডিবিসি নিউজ