শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সোহেলকে গ্রেফতারের খবরটি অপপ্রচার: আছাদুজ্জামান মিয়া

সোহেলকে গ্রেফতারের খবরটি অপপ্রচার: আছাদুজ্জামান মিয়া

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করার অভিযোগ অস্বীকার করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো ইউনিট বিএনপি নেতা সোহেলকে গ্রেফতার করেনি। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের হেড কোয়ার্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন মাধ্যমে সোহেলকে গ্রেফতারের যে খবরগুলো আসছে তা সত্য নয়। আমি আইন শৃঙ্খলাবাহিনীর সকল ইউনিটের সঙ্গে যোগাযোগ করেছি, কেউ তাকে গ্রেফতার করেনি। মূলত জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে।

এসময় তিনি বলেন, আগামীকাল ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘোষণার দিনে কেউ যদি সহিংসতা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক বিন্দু ছাড় দেওয়া হবে না। শক্তহাতে দমন করা হবে। মানুষের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: প্রথম আলো, বাংলা নিউজ