শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > ইরান রেভ্যুলুশনারি গার্ডের সাথে আইএসের সংঘর্ষ

ইরান রেভ্যুলুশনারি গার্ডের সাথে আইএসের সংঘর্ষ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের ‘ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস’র সাথে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গার্ড কর্পস’র দাপ্তরিক নিউজ সাইট সেপাহ নিউজ।

সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের ২১ জনের একটি দল পশ্চিমাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে, রেভ্যুলুশনারি গার্ড তাদের নজরদারীতে রাখে এবং শনিবার সকালে তাদের ওপর হামলা চালায়।

অধিকাংশ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে; তবে সংঘর্ষে কতজন নিহত বা আহত হয়েছে প্রতিবেদনে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত বছরের জুনে রাজধানী তেহরানে ইরানি পার্লামেন্টে ও ইসলামিক প্রজাতন্ত্রটির প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনির মাজারে হামলা চালিয়েছিল আইএস। ওই হামলায় অন্তত ১৮ জন নিহত এবং বহু আহত হয়।

ওই হামলাকারীরা সবাই ইরানি কুর্দি এবং তারা সবাই দেশটির ইরাক সীমান্তের নিকটবর্তী কুর্দিস্তান অঞ্চল থেকে এসেছিল। ওই হামলার জেরে ১৮ জুন সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরানি বিশেষ বাহিনীটি । রয়টার্স