শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম) ॥ ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

আহত জলিলকে স্থানীয়রা ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখানে আসাদুলের অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বাংলাদেশি আসাদুল ইসলাম(২৮) উপজেলার গজেরকুটি গ্রামের আ. জলিল মিয়ার ছেলে।

বিজিবি ও প্রত্যদর্শীরা জানান, ফুলবাড়ী উপজেলার খালিষাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে কয়েকজন ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। এ সময় ভারতীয় বশকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ল্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে আসাদুল ইসলামের ডান কানে নিচে গুলি লাগে।

ওই গ্রামের আ. ছালাম ও আইয়ুব আলী জানান, গুলিবিদ্ধ আসাদুল ইসলামকে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য সহকারী চিকিৎসক ডা. এরশাদুল হক জানান, গুলিবিদ্ধ রোগীর অবস্থা ভাল না থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়ে দেয়া হয়েছে।

৪৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সহিদুরজ্জামান এ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলামেইলকে জানান, গুলি নয়, বিএসএফ রাবারবুলেট নিপে করেছে। তবে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার বিএসএফকে পত্র দেওয়া হবে।
তবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।