জেলা প্রতিনিধি, ফেনী ॥ দলবাজির কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসের দিকে যাচ্ছে। জাহঙ্গীরনগরসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সোমবার দুপুরে ফেনী সরকারি কলেজের মাস্টার্স কোর্সের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
শিক্ষকদের উদ্দেশ করে তিনি বলেন, শিক্ষকদের কাজ শিক্ষকতা করা, দলবাজি করা নয়। ছাত্র-শিক্ষকদের দলবাজির কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংসের দিকে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, চরিত্রবান ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে, তা না হলে রাজনীতির চরিত্র হনন হবে।
তিনি বলেন, ‘আমি কাজ করে খুশি হই। মন্ত্রী হওয়ার পর থেকে আমি শুক্র ও শনিবার ছুটি কাটাইনি, বিদেশ সফর করিনি।’
এছাড়াও ফেনী সরকারি কলেজে সবক’টি বিষয়ে মাস্টার্স চালুর জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করবেন বলে উপস্থিত ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের আশ্বাস দিয়েছেন যোগাযোগমন্ত্রী।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্যের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।